দুই সপ্তাহের সর্বনিম্নে তামার বাজারদর
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) সাপ্তাহিক লেনদেনের শেষদিনে তামার দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে গেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্কিন শেয়ারবাজারে প্রযুক্তি খাতের শেয়ারের বিক্রয় চাপজনিত ধস ও দেশটির কর্মসংস্থানের তথ্য এ দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে তিন মাসে সরবরাহ চুক্তিতে তামার দাম কমেছে দশমিক ৪ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ১০ হাজার ৭০০ ডলারে। দিনব্যাপী লেনদেনের একপর্যায়ে তামার দাম টনপ্রতি ১০ হাজার ৬০৭ ডলার ৫০ সেন্টে নেমে গিয়েছিল, যা গত ৫ নভেম্বরের পর সবচেয়ে কম। সপ্তাহ ভিত্তিতে ধাতবপণ্যটির দাম কমেছে ১ দশমিক ৩ শতাংশ।
যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউনের কারণে সেপ্টেম্বরের কর্মসংস্থানের তথ্য বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। এতে নতুন নিয়োগের সংখ্যা প্রত্যাশার তুলনায় বেশি ছিল। তবে বেকারত্বের হার চার বছরের সর্বোচ্চে পৌঁছেছে।
স্মিথ বলেন, ‘মার্কিন পরিসংখ্যান প্রকাশ নিয়ে অস্থিতিশীলতার কারণে ডিসেম্বরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা কমেছে। ফলে ডলারের বিনিময় হার বেড়েছে। এতে কমেছে ধাতবপণ্যের দাম।’
এলএমইতে শুক্রবার অন্যান্য ধাতবপণ্যের দামও কমেছে। এ সময় অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৮ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৭৯২ ডলারে নেমে এসেছে। টিনের দাম কমেছে ১ শতাংশ। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৩৬ হাজার ৭০০ ডলারে। দস্তার দাম ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে টনে ২ হাজার ৯৭৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া নিকেলের দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি মূল্য স্থির হয়েছে ১৪ হাজার ৪৫০ ডলারে।


