প্রাইম ব্যাংকের আয়োজনে বাকৃবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক সেমিনার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সহযোগিতায় আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক একটি সেমিনার আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি প্রাইমএকাডেমিয়া আয়োজিত ওই সেমিনারে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হক, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম আসাদুজ্জামান সরকার, প্রাইম ব্যাংকের ডিএমডি সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


