প্রায় সাত হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যে আখ মাড়াই শুরু
নাটোর সুগার মিলসে ৪২তম আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। এবার ১ লাখ ১০ হাজার টন আখ মাড়াই করে ৬ হাজার ৯৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাটোর সুগার মিলসের কেইন কেরিয়ারে গতকাল আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ ও বাণিজ্যিক) আজহারুল ইসলাম। এর আগে ২০২৪-২৫ মৌসুমে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টন আখ মাড়াই করে ৬ হাজার ১৪৮ টন চিনি উৎপাদন করেছিল মিলটি।
উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা জামায়াতের নায়েবে আমির ইউনুস আলী, নর্থ বেঙ্গল চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফরিদ হোসেন, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান ও আখচাষীদের প্রতিনিধি মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, চিনিকল বাঁচলে কৃষক ও শ্রমিকরা বাঁচবে। এজন্য সরকার এবারো আখের মূল্য বৃদ্ধি করেছে। চাষীরা ঠিকমতো আখ সরবরাহ করলে নাটোর সুগার মিলস আবারো ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা তাদের।


