ন্যাশনাল লাইফের ৩৬ লাখ টাকার ব্যাংকান্স্যুরেন্স দাবি পরিশোধ
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যাংকান্স্যুরেন্স দাবি বাবদ ৩৬ লাখ টাকা পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের ব্যাংকান্স্যুরেন্স পার্টনার প্রাইম ব্যাংকের নয়জন গ্রাহকের মৃত্যু ও স্বাস্থ্য বীমা বাবদ এ টাকা পরিশোধ করা হয়। সর্বশেষ ২০ নভেম্বর এক গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. কাজিম উদ্দিন, ডিএমডি প্রবীর চন্দ্র দাস, ব্যাংকান্স্যুরেন্স বিভাগের প্রধান এসএম বাকী বিল্লাহ, প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী, ব্যাংকান্স্যুরেন্স বিভাগের প্রধান মিয়া মো. রবিউল হাসানসহ অন্যরা।


