শিরোনাম

South east bank ad

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করল মুডি’স

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইস্টার্ন ব্যাংকের বি২ রেটিং পুনরায় নিশ্চিত করল মুডি’স

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) বি২ রেটিং পুনর্ব্যক্ত করেছে মুডি’স ইনভেস্টরস সার্ভিস, যা বাংলাদেশের সার্বভৌম রেটিং দ্বারা সীমাবদ্ধ। এর মাধ্যমে ইবিএলের শক্তিশালী মূলধন ভিত্তি, ধারাবাহিক মুনাফা, উচ্চ সম্পদমান ও পর্যাপ্ত তারল্যের সরবরাহ প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশের ব্যাংক খাতে মুডি’স দীর্ঘমেয়াদি আমানত ও ইস্যুয়ার রেটিংয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করলেও ইবিএলকে তারা অন্যতম শক্তিশালী পারফর্মার হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে মুডি’সের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সামষ্টিক অর্থনৈতিক চাপকে প্রতিফলিত করলেও ইবিএলের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট দুর্বলতার ইঙ্গিত দেয় না।

শক্তিশালী মূলধন সুরক্ষা ব্যবস্থা, স্থিতিশীল আয় ও বিচক্ষণ ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ইবিএলের কঠোর আর্থিক তত্ত্বাবধান, পরিচালনাগত শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে ইবিএল এমডি আলি রেজা ইফতেখার বলেন, ‘মুডি’সের এ রেটিং পুনরায় নিশ্চিত হওয়ার মাধ্যমে ইবিএলের বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালনাগত উৎকর্ষ ও আর্থিক শৃঙ্খলার প্রতি অবিচল প্রতিশ্রুতি আবারো প্রমাণিত হলো।’

প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে ইবিএল ২০১৬ সালের মার্চে মুডি’সের আন্তর্জাতিক ক্রেডিট রেটিংয়ে প্রবেশ করে, যা বৈশ্বিক স্বচ্ছতা ও মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে দেশের ব্যাংক খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: