শিরোনাম

South east bank ad

নিটল মোটরস দেশের বাজারে নিয়ে এল টাটা ইনট্রা

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশে টাটা মোটরসের একমাত্র পরিবেশক নিটল মোটরস দেশের বাজারে নিয়ে এল নতুন প্রজন্মের পিকআপ টাটা ইনট্রা। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এ বাহন বাজারে উন্মুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল বিজনেস ও স্ট্র্যাটেজি) অনুরাগ মেহেরোত্রা, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহ্মাদ প্রমুখ।
ইনট্রার দুইটি ধরন বাংলাদেশে পাওয়া যাবে—ভি১০ ও ভি২০। শক্তিশালী বৈশিষ্ট্যসম্পন্ন এ গাড়ি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা উদ্যোক্তা, পরিবহন মালিক এবং ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরের পণ্য স্থানান্তরকে আরও সহজ করে দেয়। টাটা মোটরসের ‘প্রিমিয়াম টাফ’ ডিজাইন ফিলোসোফির ওপর ভিত্তি করে তৈরি ইনট্রা দেয় পাওয়ার প্যাকড পারফরম্যান্স এবং অধিক আয়ের সুযোগ, সঙ্গে আছে নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: