শিরোনাম

South east bank ad

ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড জিতল নগদ

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ডাক বিভাগের দ্রুতবর্ধনশীন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২১ অর্জন করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘সব হবে নগদ-এ’ শীর্ষক সমন্বিত ক্যাম্পেইনের (আইএমসি বা ৩৬০ ক্যাম্পেইন) মাধ্যমে বাজারে আলোড়ন সৃষ্টির কারণে পুরস্কারটি অর্জন করেছে ‘নগদ’।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) নগদকে ক্রিয়েটিভ কমিউনিকেশনে চলতি বছরের সেরা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।
একই ক্যাম্পেইনের আওতায় অন্য আরেকটি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পুরস্কার জিতেছে ‘নগদ’।


বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবার ২০১৯ সালের মে মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চালু হওয়া ক্যাম্পেইনগুলোর মধ্য থেকে ২৬টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়।


সম্প্রতি বিবিএফ আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ পুরস্কারের ঘোষণা দেয়। কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতায় বিবিএফ এ অনুষ্ঠানের আয়োজন করে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রিয়েটিভ মার্কেটিং কমিউনিকেশনের ক্ষেত্রে দেশের সেরা পুরস্কার এটি। এবারের আয়োজনটি ছিল এ পুরস্কার দেওয়ার দশম সংস্করণ।

প্রতিযোগিতায় বিজ্ঞাপন, যোগাযোগ, ব্র্যান্ড বিপণন, পণ্য অথবা সেবার উদ্ভাবন এবং দক্ষতার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়। সমন্বিত এ ক্যাম্পেইনের কার্যকারিতার বিষয়গুলোতে অবশ্যই মূল সূচকগুলোর প্রতিফলন থাকতে হবে। এ ছাড়া তিনটির বেশি মিডিয়া প্ল্যাটফর্মে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যাম্পেইনের কাভারেজ থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবিএফের পুরস্কার জয়ের বিষয়ে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, “আমরা শুরু থেকেই চেয়েছি খুব সহজে সারাদেশের মানুষের কাছে ‘নগদ’-কে পৌঁছে দিতে। একই সঙ্গে মানুষের মধ্যে আর্থিক বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টাও করেছি আমরা।

“আমাদের মূল চাওয়া আর্থিক অন্তর্ভূক্তি; যেখানে ‘নগদ’ দেশের মানুষকে এমন একটি প্ল্যাটফর্ম দিয়েছে, যার মাধ্যমে মানুষ আর্থিক লেনদেনে স্বাধীনতা উপভোগ করছে।”

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: