শিরোনাম

South east bank ad

বাণিজ্য মেলায় ওয়ালটনের নতুন মডেলের পণ্য

 প্রকাশ: ১৭ জানুয়ারী ২০১৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কনজুমার প্রোডাক্টস

বাণিজ্য মেলায় ওয়ালটনের নতুন মডেলের পণ্য
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় অর্ধশত নতুন মডেলের পণ্য নিয়ে এসেছে ওয়ালটন। পণ্যের গুনগত মানোন্নয়ন, কালার ও ডিজাইনের ভিন্নতা এবং নতুন নতুন সেবা দিতে ওয়ালটন বাজারে ছেড়েছে এসব ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্সেস। মেলায় আনা নতুন মডেলের পণ্যগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইনভার্টার প্রযুক্তির তিনটি নতুন মডেলের (৫২৬ লিটার, ৫১২ লিটার ও ৪৩০ লিটার) নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং দুটি নতুন মডেলের ডিপ ফ্রিজ। বিশেষ করে রপ্তানির জন্য তৈরি করা ৩ দরজা বিশিষ্ট ৫২৬ লিটারের নো ফ্রস্ট বড় ফ্রিজটি দৃষ্টি কেড়েছে ক্রেতাদের। এছাড়া ওয়ালটন নিয়ে এসেছে এন্ড্রয়েড স্মার্ট ফিচার সম্বলিত নতুন মডেলের এলইডি টেলিভিশন। মেলায় পাওয়া যাচ্ছে এন্ড্রয়েড স্মার্ট সিস্টেমের ৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চির নতুন তিনটি এলইডি টেলিভিশন। অত্যাধুনিক প্রযুক্তির বিশ্ব মানসম্পন্ন এই টেলিভিশনের মাধ্যমে গ্রাহকরা ইন্টারন্টে ব্রাউজিং থেকে শুরু করে ইন্টারনেটে গেমস খেলা এবং ভিডিও গান ও ছবি স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, বাণিজ্য মেলাকে কেন্দ্র করে অনেক আগে থেকেই ওয়ালটনের প্রস্তুতি থাকে। এবারের মেলায় ৪ শতাধিক মডেলের সঙ্গে নতুন এসেছে অর্ধশত মডেলের পণ্য। - প্রেস বিজ্ঞপ্তি
BBS cable ad

কনজুমার প্রোডাক্টস এর আরও খবর: