শুন শিং বিল্ডিং ম্যাটেরিয়ালসের নতুন প্ল্যান্ট
শুন শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান শুন শিং বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নতুন অটোমেটিক কংক্রিট ব্লক প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার গাজীপুরের কালীগঞ্জে প্ল্যান্টটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক শেখ রায়হান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী ও প্রধান কারিগরি কর্মকর্তা নান্টু কুমার দে। অন্যদের মধ্যে এলজিইডি, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।