'সীমান্তে অবৈধভাবে আলু প্রবেশ বন্ধের আহ্বান'

সাতক্ষীরা জেলার বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে আলু প্রবেশ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মেজর (অব.) মো. জসীম উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়_ সাতক্ষীরা, দেবহাটা, ভোমরা, পারুলিয়া, বাগআচড়াসহ অন্য সীমান্ত দিয়ে অবৈধভাবে উটকল জাতের নিম্নমানের আলু প্রবেশ করছে। এভাবে আলু প্রবেশ করায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানায়। জানানো হয়, একটি ব্যবসায়ী মহল আলু আমদানি করতে চেয়েছিল। আমরা এ ব্যাপারে সরকারকে জানিয়েছিলাম যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে দেশের হিমাগারগুলোতে ৩৪ লাখ মেট্রিক টন আলু সংরক্ষিত রয়েছে। যার ৩০ ভাগ আলু এখনও অবিক্রীত রয়েছে। এখন আলু আমদানি করা হলে হিমাগারসমূহের সংরক্ষিত আলু অবিক্রীত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে অন্য শাকসবজি ও তরিতরকারির তুলনায় আলুর দাম অনেক কম, যা বাজারে ২৪ টাকা থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এটা ভোক্তা সাধারণের সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকরা কেজিপ্রতি ১৯ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত দর পাচ্ছে। হিমাগারসমূহে যে পরিমাণ আলু সংরক্ষিত আছে তার অর্ধেক কৃষকরা বীজ হিসেবে জমিতে লাগাবে, বাকি অর্ধেক বাজারের বিক্রয় করে আলু চাষের জন্য ব্যয় করবে। অন্যদিকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাজারে আগাম আলু আসবে। তাই এই মুহূর্তে আলু আমদানি করা হলে কৃষকরা নতুন আলু বিক্রয় করতে পারবে না। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত কয়েক বছর বিপুল পরিমাণ আলু অবিক্রীত থাকায় বিপুল পরিমাণ আলু ফেলে দেয়া হয়েছে। তাই এই মুহূর্তে কৃষকদের স্বার্থে প্রতিবেশী দেশ থেকে আলু আমদানির অনুমতি প্রদান না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়।