ওয়ালটন কারখানা পরিদর্শনে বুয়েটের ভিসি

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। সম্প্রতি তিনি ওই কারখানা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোহাম্মদ কামরুল হাসান, একই বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান তালুকদার, অধ্যাপক ড. মোহাম্মদ ফয়সাল, অধ্যাপক ড. আসিফুল ইসলাম, অধ্যাপক ড. হারুন-উর রশিদ, অধ্যাপক ড. কাজী মুজিবুর রহমান, অধ্যাপক ড. জিয়াউর রহমান খান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন ও অধ্যাপক ড. মোহাম্মদ এহসান।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এসএম শামছুল আলম, এমডি প্রকৌশলী গোলাম মুর্শেদ ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম রেজাউল আলম।