বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীদের ২১দিন ব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিএসটিআই’র কর্মকর্তা-কর্মচারীদের ২১দিন ব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। তেজগাঁওয়ের বিএসটিআই’র প্রধান কার্যালয়ে আজ বৃহঃবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. নজরুল আনোয়ার।
এ সময় বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও কোর্স পরিচালক মো. তাহের জামিল, কোর্স কো-অর্ডিনেটরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসটিআই’র মহাপরিচালক বলেন, কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ফলে প্রতিষ্ঠানের সেবা প্রদানসহ সার্বিক কর্মকাণ্ডের মানোয়ন্নয়ন ঘটে। তিনি আরও বলেন, দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে।
প্রতিটি উইংয়ের প্রয়োজনীয়তার নিরিখে প্রশিক্ষণ মডিউল প্রস্তুত করা হয়েছে। এ মডিউল অনুযায়ী ধাপে ধাপে প্রশিক্ষণ সমাপ্ত করতে প্রায় এক বছর সময় প্রয়োজন হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণার্থীবৃন্দ এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে কাজে লাগাবেন।