শিরোনাম

South east bank ad

শাবান মাহমুদ এর জন্মদিন আজ

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

শাবান মাহমুদ এর জন্মদিন আজ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট, টকশো ব্যক্তিত্ব শাবান মাহমুদ-এর জন্মদিন আজ। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও ডেপুটি চিফ রিপোর্টার শাবান মাহমুদ ১৯৬৭ সালের ৪ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম আব্দুস সালাম বিশ্বাস গোহালা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন। মা বেগম মমতাজ সালাম একজন গৃহিণী। ৯ ভাই বোনের মধ্যে শাবান মাহমুদ চতুর্থ। স্থানীয় গোয়াহালা উচ্চ বিদ্যালয় থেকে ৫ বিষয়ে লেটার মার্কসহ ১৯৮৫ সালে প্রথম শ্রেণীতে এসএসসি পাস করেন শাবান মাহমুদ। এরপর ১৯৮৮ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশের পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে এমএ পাস করেন। শাবান মাহমুদের স্ত্রীর নাম হুসনে আরা মুন। এ দম্পতির দুই সন্তান রয়েছে। মেয়ে নাবিলা রাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। আর ছেলে রৌদ্দুর মাহমুদ বিয়াম স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ছে। শাবান মাহমুদের সাংবাদিকতা শুরু ১৯৮৮ সালে বাংলার বাণী পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে দৈনিক লাল সবুজ, রূপালী, বাংলাবাজার, আমাদের সময় এবং সর্বশেষ তিনি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও ডেপুটি চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। মাঝে ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিটিভিতে প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেন এ সাংবাদিক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনেও সামনের সারি থেকে ভূমিকা রাখছেন শাবান মাহমুদ। সর্বশেষ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হওয়ার আগে ২০১২ সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৬ ও ২০০৮ সালে পরপর দুই বার সংগঠনটির যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। ২০০১ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। পেশাগত কারণে শাবান মাহমুদ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডসহ প্রায় অর্ধশত দেশ সফর করেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন একাধিক দেশে। শুভ জন্মদিন শাবান মাহমুদ।
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: