এনআরবি কমার্শিয়াল ব্যাংক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছে
করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা সুবিধায় ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেছে। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০ হাসপাতালের সম্মানিত পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাটি গ্রহণ করেন। এসময়, ব্যাংকের রাজশাহী শাখার প্রধান জনাব মো. নুরুল হাবিবসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এনআরবিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় ভবিষ্যতেও মানবিক সকল কাজের সাথে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গিকারাবদ্ধ।
ইতোমধ্যে, করোনা ভাইরাস থেকে সুরক্ষা দিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, গণমাধ্যমকর্মীদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে এনআরবিসি ব্যাংক।