শিরোনাম

South east bank ad

১৪৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক র‍্যাব-৭

 প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আজ ১৩ জুলাই র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন এ.কে.খান এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার হতে ঢাকাগামী ‘‘প্লাটিনাম পরিবহন" এর একটি বাস (ঢাকা মেট্রো -ব- ১৫-২৮৮৫) তল্লাশী করে ১৪,৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুপারভাইজার মোঃ সুমন (৩৮) এবং হেলপার মোঃ শুভ (২৮) কে আটক করে। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়। 7
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: