প্রধানমন্ত্রীর তহবিলে আল-আরাফাহ্’র ১ দিনের বেতন
করোনা সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকটি আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চিকিৎসকদের পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, টেস্টিং কিট, রেসপাইরেটরি ইকুইপমেন্ট সরবরাহ এবং কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে এর সকল কমকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য এ অর্থের পরিমাণ ৮৩ লক্ষ ১৮ হাজার ৩৪০ টাকা।