ইউসিবি ব্যাংকের পর্ষদ বাতিল, দায়িত্বে যারা

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকটির নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে ইউসিবির পর্ষদ বাতিল করা হয়। একই সঙ্গে দুই শেয়ার হোল্ডার পরিচালকসহ তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিন ইউসিবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী। এছাড়া এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান হয়েছেন বশির আহমেদ।
জানা গেছে, ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত হয়।
উল্লেখ্য, ড. অপরূপ চৌধুরী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তৃণমূল প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং কর্পোরেট অঙ্গনে সুনামের সাথে কাজ করেছেন।