এমটিবির হোম লোন কার্নিভাল উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি এমটিবি হোম লোন কার্নিভাল ২০২৩ উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেপজা ইনভেস্টমেন্ট প্রমোশনের সদস্য আলী রেজা মজিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিইপিজেডের ইডি মো. আহসান কবীর, বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফআর খান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) হেড অব রিটেইল নিউ বিজনেস, তাহসিন শহীদ ও হেড অব কমিউনিকেশন ডিপার্টমেন্ট আজম খান প্রমুখ। এ কার্নিভালে গ্রাহকরা রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সম্পত্তির বিকল্প ও অফারগুলো সম্পর্কে জানতে পারবেন।