পিডিবিএল এর ৫০তম বোর্ড ও ৬৯তম দ্বি-মাসিক সভা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রাইমারী ডিলারস বাংলাদেশ লিমিটেড (পিডিবিএল)-এর ৫০তম বোর্ড অব ডিরেক্টরস ও ৬৯তম দ্বি-মাসিক সভা আজ ২৮ জুলাই রাজধানীর দিলকুশার পূর্বাণী হোটেলে অনুষ্ঠিত হয়। সভার আয়োজক ছিলো মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
পিডিবিএল চেয়ারম্যান এবং সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান সভায় সভাপতিত্ব করেন।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল হোসাইন এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানসহ বিভিন্ন ব্যাংকের ট্রেজারী বিভাগের প্রধাণগণ এবং বিভিন্ন প্রাইমারী ডিলাররা সভায় উপস্থিত ছিলেন।