জনতা ব্যাংকের নতুন জিএম মো. হাবিবুর রহমান

জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান। সম্প্রতি পদোন্নতি পেয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনে মহাব্যবস্থাপক জিএম এবং কোম্পানি সচিব হিসেবে যোগদান করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর হাবিবুর রহমান ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন।
জিএম হিসেবে যোগ দেয়ার আগে তিনি প্রধান কার্যালয়ের কোম্পানি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।