চট্টগ্রামের কোতোয়ালির আন্দরকিল্লায় উপশাখা চালু করেছে সাউথইস্ট ব্যাংক

চট্টগ্রামের কোতোয়ালির আন্দরকিল্লায় সম্প্রতি একটি উপশাখা চালু করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকের ডিএমডি আনোয়ার উদ্দীনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা এ উপশাখা থেকে প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে লুব রেফ বাংলাদেশ লিমিটেডের এমডি মুহাম্মদ ইউসুফ, চিলড্রেন প্লেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুত্ফুজ্জামান শামীম, আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, চট্টগ্রামের প্রেসিডেন্ট সমীর কে সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।