সিপাহীবাগে সাউথইস্ট ব্যাংকের উপশাখা চালু

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজারে (উত্তর গোড়ান, হোল্ডিং নং-২৮৮/১ ও ২৮৮/১/এ) উপশাখা চালু করেছে সাউথইস্ট ব্যাংক।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের উপস্থিতিতে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত উপশাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গ্রাহক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা এ উপশাখা থেকে দেওয়া হবে।