সোনালী ব্যাংক লিমিটেড এর জেনারেল ম্যানেজার’স অফিস (ঢাকা- ১) এর বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সোনালী ব্যাংক লিমিটেড এর জেনারেল ম্যানেজার’স অফিস (ঢাকা- ১) এর বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২১ শনিবার ঢাকার বিদ্যুৎ ভবনের মুক্তি হলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান। তিনি গ্রাহকসেবার মানবাড়িয়ে এবং নতুন ও গুণগতমানের ঋণ প্রদানের মাধ্যমে সোনালী ব্যাংকের অর্জিত সাফল্য ধরে রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অফিস ঢাকা-১ এর জিএম ( ইনচার্জ) মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডিএমডি মোঃ আফজাল করিম, মোঃ জাহিদুল হক, মোঃ আব্দুল মান্নান, মোঃ মুরশেদুল কবীর, চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস।
উক্ত সম্মেলনে ঢাকা, মানিকগন্জ, গাজিপুর, নরসিংদীর ১০৬ টি শাখার ম্যানেজার অংশ গ্রহণ করেন।