ইবিএল এবং টিভিএস অটোস এর মধ্যে চুক্তি

টিভিএস ব্র্যান্ডের মোটরবাইক কিনতে ক্রেতারা ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) থেকে অর্থ সহায়তা নিতে পারবেন।
এ লক্ষ্যে সম্প্রতি ইবিএলের রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগপ্রধান এম খোরশেদ আনোয়ার এবং টিভিএস অটোস বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায় সম্প্রতি ঢাকায় একটি চুক্তিতে সই করেন।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে ইবিএল অ্যাসেটস (রিটেইল ও বিজনেস) প্রধান তাসনিম হোসেন, রিটেইল অ্যাসেট ও সাপ্লাই চেইন অর্থায়ন-প্রধান এম মুস্তাফিদুজ্জামান এবং টিভিএস অটোসের বিজনেস প্ল্যানিং-প্রধান মো. আতিকুর রহমানসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।