শিরোনাম

South east bank ad

পুলিশ কর্তৃক ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত ২৮/০২/২০২২ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) নিহারেন্দু তালুকদার, সঙ্গীয় কং/৩২৭ শাহাব উদ্দিন, কং/১৪৫১ রেজাউল ইসলাম সর্ব কর্মস্থল জালালাবাদ থানা, এসএমপি, সিলেটগণ জালালাবাদ থানার জিডি নং-১৩২৯ তাং-২৮/০২/২০২২ইং মূলে সঙ্গীয় ফোর্স সহ জালালাবাদ থানা এলাকায় রাত্রীকালীন সিয়েরা-২১ ডিউটি করাকালে ২৮/০২/২০২২ইং তারিখ অনুমান ২৩:০০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন তেমূখী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জালালাবাদ থানাধীন মইয়ারচর সাকিনস্থ মইয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।

বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্সসহ ইং ২৮/০২/২০২২ তারিখ ২৩:১৫ ঘটিকার সময় ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন মইয়ারচর সাকিনস্থ মইয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে পুলিশ দেখিয়া আসামী দৌড়ে পলায়নের চেষ্টাকালে আসামী ১। নুরুল ইসলাম(৩৮) পিতা-মৃত আব্দুল কুদ্দুস, স্থায়ী ঠিকানা-সাং-খুররমখলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, বর্তমানে সাং-কুমারগাঁও, (জনৈক শফিক মিয়ার কলোনীর ভাড়াটিয়া), থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। ধৃত আসামীর দেহ তল্লাশী করিয়া তাহার হেফাজত হইতে ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৩.১(তিন দশমিক এক) গ্রাম, মূল্য অনুমান-(৩১x৩০০)=৯,৩০০/- (নয়হাজার তিনশত) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২৮/২/২০২২ খ্রিঃ তারিখ ২৩:৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) নিহারেন্দু তালুকদার বাদী হইয়া আটক ০১ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-০১, তাং-০১/০৩/২০২২খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।

আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: