শিরোনাম

South east bank ad

আর্মি গল্ফ ক্লাবে “এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২১’’ সমাপ্ত

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আর্মি গল্ফ ক্লাবে চার দিন ব্যাপি অনুষ্ঠিত “এনডিই নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নামেন্ট- ২০২১” সমাপ্ত হয়েছে। শুক্রবার (৩১-১২-২০২১) সন্ধ্যায় আর্মি গল্ফ ক্লাবের গল্ফ গার্ডেনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, (S M Shafiuddin Ahmed)।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, জনাব আশরাফ উদ্দিন সরকার, ডাইরেক্টর এন্ড সিইও, এনডিই গ্রুপ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসানুল হক মিয়া (অবঃ), ভাইস প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী অবঃ, চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন, গল্ফ ক্যাপ্টেন, আর্মি গল্ফ ক্লাব, কর্নেল এস এম শওকত আলী, অবঃ, প্রধান নির্বাহী অফিসার, আর্মি গল্ফ ক্লাব, লেঃ কর্নেল মোঃ গোলাম মন্জুর সিদ্দিকী, সদস্য সচিব, আর্মি গল্ফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরীতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো হলো - সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৩৩ জন খেলোয়াড় অংশ গ্রহন করেছেন। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়ও অংশগ্রহন করেন ।

উক্ত টুর্নামেন্টে জনাব শেখ হাসিবুল করিম অভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভ্যাটারান উইনারঃ গ্রুপ ক্যাপ্টেন এআইএম সাহানুল ইসলাম (অবঃ), সিনিয়র উইনারঃ ব্রিগেডিয়ার জেনারেল এ কে মোঃ মোস্তফা আবেদিন (অবঃ), লেডি উইনারঃ মিসেস সামিম আরা সাদেক এবং জুনিয়র উইনারঃ মাস্টার সাবরুন আজাদ পুরস্কার প্রাপ্ত হন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: