শিরোনাম

South east bank ad

কৃষকের ২ বিঘা মাল্টা বাগান কেটে দিলো দুর্বৃত্তরা

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (বেনাপোল):


যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের শরিফুল ইসলাম পিপুল নামে এক কৃষকের ২ বিঘা জমিতে রোপণকৃত মাল্টা ফলের বাগান বৃহস্পতিবার ভোর রাতের দিকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


জানা যায়, শার্শা উপজেলার উলাশী দক্ষিণ মাঠেদুই বছর ধরে কৃষক শরিফুল ইসলাম পিপুল দুই বিঘা জমিতে ৩১২টি সরকারি বিআরডিএসের মাল্টার চারা নিজ জমিতেমাল্টা ফলের গাছ বাণিজ্যিকভাবে চাষাবাদ করছিলেন।জমিতে লাগানো সেই ফলজ মাল্টা গাছ গুলো কেটে সাবাড় করে দিয়েছে স্থানীয় চিহিৃত দুর্বৃত্তরা।


কৃষক শরিফুল ইসলাম পিপুল বলেন, “আমার সব কিছু শেষ করে দিয়েছে, আমি এখন কি করবো, কিভাবে চলবো, নিজে কিভাবে বাঁচবো ? এই দুর্বৃত্তরা এভাবে আমার একের পর এক ক্ষতিসাধন করে চলেছে। বর্তমানে আমি আমার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ শঙ্কিত আছি।”


তিনি বলেন,উলাশী ইউনিয়নের সুজন ও আনিছুর এবং পা্র্শ্ববর্তী মির্জাপুর গ্রামের মোশারেফ হোসেন মিন্টু, মাসুম, জনি, আকাশ ও শিমুল এ কাজের সাথে জড়িত বলে জানতে পেরেছি। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে।আমি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।


এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, “উক্ত ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত শেষে আাসামীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: