শিরোনাম

South east bank ad

দুর্গাপুরে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস. এম রফিক, (দুর্গাপুর) :

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী গৌর বল্লভ সাহা ও তার পরিবারের আরো ৬জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে প্রতিবেশী সুমন সাহা নামের এক যুবক। এই মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার দুর্গাপুর প্রেসক্লাব সভাকক্ষে ভুক্তভোগী ভাইদের সাথে নিয়ে বড় ভাই গৌর বল্লভ সাহা এক সংবাদ সম্মেলন করেন।

তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আমরা ভাইয়েরা স্ত্রী-সন্তান নিয়া দীর্ঘ ৩০ বৎসর যাবৎ পৌরশহরে শান্তিপূর্ণভাবে বসবাস ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের প্রতিবেশী মৃত হরিমোহন সাহার ছেলে সুমন সাহা একজন ভূমি লোভী ও দাঙ্গা প্রকৃতির লোক। সে আমাদের সরলতার সুযোগ নিয়ে আজ থেকে ১০/১২ দিন পূর্বে আমাদের ঘরের উত্তরপার্শ্বের বিল্ডিং এর ওয়ালে রাতের আঁধারে গোপনে সে তার ঘরের বেড়া সরিয়ে তার দোকানের ঔষধ রাখার জন্য সেলফ স্থাপন করে এবং আমাদেরকে না জানাইয়া গায়ের জোরে টিন দিয়া বেড়া দেয়। বিষয়টি আমরা দেখে প্রতিবাদ করলে তারা আমাদেরকে প্রাননাশের হুমকি দেয়। ফলে আমার ছোট ভাই প্রভাত সাহা দুর্গাপুর থানায় একটি জিডি করেন, যাহার নং-১১৩৫, তারিখ-২৩/০৯/২০২১ ইং। এরপর সুমন সাহা আরো ক্ষিপ্ত হয়ে উঠলে বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গন্যমান্যব্যক্তিদের জানাই।

এ বিষয়ে পরপর তিনবার সুমন সাহাকে নিয়া দরবারী লোকজন আলোচনায় বসতে চাইলে সে দরবারীদের কোন কথাই না শুনে তাদেরকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গত ২৭/০৯/২০২১ তারিখ বিজ্ঞ দ্রুত বিচার আদালত, নেত্রকোণায় আমিসহ সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলাটি কল্পনাপ্রসূত, মিথ্যা, বানোয়াট,সাজানো ও ভিত্তিহীন। সুমন সাহা আমাদের সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুমন সাহা’র বিরুদ্ধে খুনের মামলাসহ নানাবিধ অপরাধ অপকর্মের কথা দুর্গাপুরবাসী অবগত আছেন। এই মিথ্যা মামলা দায়ের করায় দরবারীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সুমন সাহা’র এহেন কর্মকান্ডসহ তাহার আচরণের তীব্র ঘৃণা জানান। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার আপনাদের মাধ্যমে বিষয়টি আপনাদের স্ব-স্ব পত্রিকায় প্রকাশ সহ প্রশাসনের দৃষ্টি আকর্শন করছি ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সিরাজ মিয়া, মো. খসরু মিয়া ব্যবসায়ী রতন সাহা, সমর দাস, প্রানতোষ সাহা, নগেন্দ্র দেবনাথ প্রমুখ ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: