খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে সেমিনার
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জ আজমীরগঞ্জ দরবার শরীফের জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেমিকে আজম খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের সাথে ঢাকার বিটিবি ও সমকালের সিনিয়র সাংবাদিক এবং ঢাকা জ্জর্কোটের আইনজীবীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ও সারাদিন ব্যাপী সিমিনার।
গতকাল আজমীরগঞ্জ দরবার শরীফের বকশীগঞ্জ উপজেলায় খাজার বশীর ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর খাজা নাসীরুল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুর রহমান, মোখলেছুর রহমান , সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান , আফছার উদ্দিন , রফিকুল ইসলাম , আলমগীর হাসানসহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের চিকিৎসা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। ইউনানী আয়ুর্বেদিক বিষয়ে বিভিন্ন গুণাগুন উপর মতবিনিময় সভায় মাঝে বক্তরা বলেন। মাঠ পর্যায়ে ঔষধী ভেজষ বাগান ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের সারাদিন ব্যাপী সিমিনার ম্যাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।