শিরোনাম

South east bank ad

বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪ ডট কম' এ সংবাদের পর গ্রেনেড হামলায় সেই আহত মামুনকে পুনর্বাসনের আশ্বাস

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪ ডট কম' এ সংবাদ প্রকাশের পর ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আহত লক্ষ্মীপুরের সেই পঙ্গু মামুনকে পুনবর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রসাশক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

এর আগে গতকাল রোববার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মামুনুরকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এসময় তাকে ভিক্ষা না করতে অনুরোধ করে তার পুনর্বাসন করার আশ্বাস দেওয়া হয়। এর পর থেকে তার চোখেমুখে হাসি ফুটেছে।

উল্লেখ্য, ' ভিক্ষা করে সংসার চালাচ্ছেন গ্রেনেড হামলায় আহত পঙ্গু মামুন' শিরোনামে গত ২১ আগস্ট জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিফিনেন্স২৪ ডটকম পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দের দৃষ্টি আকর্ষণ হয়।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের কার্যালয়ে পৃথকভাবে মামুনকে ডেকে সেই ২১ গ্রেনেড হামলার বর্ণনা শুনেন। এরপর তার হাতে খাদ্য সহায়তা তুলে দেন ইউএনও।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, পঙ্গু মামুনকে নিয়ে বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪ ডট কম এ সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে জেলা প্রশাসকের। তার নির্দেশে মামুনকে কার্যালয়ে ডাকা হয়। পরে তার মুখে ওই বর্বরোচিত বোমা হামলার ঘটনা শোনেন। সেই দিনের দুর্বিষহ স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মামুন।

এর পর জেলা প্রশাসকও মামুনের সাক্ষাৎকার নেন। ভবিষ্যতে তিনি যেন ভিক্ষা না করেন, সে লক্ষ্য মামুনকে পুনর্বাসন এবং পরিবার নিয়ে চলার মতো ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মামুনুর সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলী গ্রামের বাসিন্দা। ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা পুলিশ সদস্যদের নিয়ে সেখানে দায়িত্বরত ছিলেন তিনি। পেশায় ছিলেন গাড়িচালক। সরকারি চাকরি না হলেও বেসরকারিভাবে দায়িত্বে ছিলেন গ্রেনেড হামলার দিন পুলিশ সদস্যদের নিয়ে। দীর্ঘ বছর ধরে মামুন পঙ্গুত্ব জীবনযাপন করে যাচ্ছেন। স্ত্রী ও তিন মেয়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: