শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল,টাঙ্গাইল:

টাঙ্গাইলে প্রধান নদ-নদী যমুনা,ধলেশ্বরী,পুংলিও ঝিনাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে । টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো.সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন । তিনি জানান আজ সোমবার (২৩আগস্ট) টাঙ্গাইলে পুংলি নদীর পানি ৫ সে:মিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৭ সে:মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া ধলেশ^রী নদীর পানি ১১ সে:মিটার বৃদ্দি পেয়ে ৭ সে:মিাটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । অপরদিকে যমুনা নদীর পানি ৩সে:মি.বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩সে:মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।

তবে, এসব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে । টাঙ্গাইল সদর উপজেলাসহ,কালিহাতী,ভুয়াপুর,গোপালপুর বিস্তৃত চরাঞ্চলের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধত । সেই সাথে যমুনা নদীর তীরবর্তী অধিকাংশ চরাঞ্চলে নিচু এলাকায় ফসলী জমি পানিতে তলিয়ে গেছে । জলাবদ্ধতার কারণে দুর্গত এলাকায় মানুষের ভোগান্তি হচ্ছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: