শিরোনাম

South east bank ad

কবর দেওয়া হলো পার্কিতে আসা ভূতুড়ে মালটা

 প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

কেউ বলে সাগরের পানিতে ভেসে আসছে, আবার কেউবা বলে রাতে কে বা কারা ট্রাকে করে নিয়ে এসে ফেলে গেছে। এই ভাবে হঠাৎ করে আসা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পার্কি বীচের প্রায় আধাঁ কিলোমিটার জুড়ে বিছিয়ে রয়েছে মেয়াদ উত্তীর্ণ মালটা। হঠাৎ করে আসায় লোকজন এর নাম দিয়েছে ভূতুড়ে মালটা। বুধবার (১৬-জুন) সকাল থেকেই পার্কি বীচে ছড়িয়ে ছিটিয়ে দেখা যায় এসব মালটা। এসব মালটায় যেন পারকির পরিবেশ নষ্ট না হয় তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গর্ত করে তা পুতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭-জুন) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে বিকেল ৪টার দিকে পারকী বীচে গর্ত করে এসব মালটা পুতে ফেলা হয়।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন,পারকী সৈকতে ফেলে যাওয়া মেয়াদোত্তীর্ণ মাল্টার কারণে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য গর্ত করে এসব মাটি চাপা দেয়া হয়েছে।
কারা মালটা ফেলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় রাতে ট্রাকে করে এনে এসব মালটা ফেলে রেখে গেছে। পুলিশকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

p

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: