শিরোনাম

South east bank ad

মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 প্রকাশ: ০২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):

পটুয়াখালীতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণে বাধা দিলে মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসাধারনের মাঝে মিথ্যা ও হয়রানি মূলক তথ্য প্রকাশের প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শুভাশীষ মুখার্জী। বুধবার (২ জুন) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে শুভাশীষ মুখার্জী জানান, পটুয়াখালী পৌর শহরের ৩নং ওয়ার্ডের সেন্টার পাড়ায় জে,এল-৩৮, এসএস-১৯২৮ নং খতিয়ানের ৬৮০০ ও ৬৮০১ দাগের ০.২৪৭৫ সহ¯্রাংশ জমি নিয়ে উচ্চ আদালতের অন্তবর্তিকালিন অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান। যার দেং মং নং-৬৫/১৯, তারিখ-২৬.৫.২০১৯। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমিতে বসতঘর নির্মাণের চেষ্টা চালায় রিতা চ্যাটার্জীর ছেলে বিশ্বজিৎ চ্যাটার্জী ও অর্ণব চ্যাটার্জী। এই জমির কিছু অংশের মালিক সে হওয়ায় তাদের নির্মাণ কাজ বন্ধ করতে বলায় বিশ্বজিৎ চ্যাটার্জী তাকে ভয়-ভীতি ও খুনের হুমকি প্রদান করেন। এ অবস্থায় আইন শৃংঙ্খলার অবনতি দেখে সে পটুয়াখালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নং-১২৮৮। পরে রিতা চ্যাটার্জীর ছেলে বিশ্বজিৎ চ্যাটার্জী ও অর্ণব চ্যাটার্জী জনি সহ বানী দেবী, শ্যামল ও কমল মুখার্জী যুক্তি করে তার সম্মান হানি করার জন্য মিথ্যা তথ্য ও অপবাদ দিয়ে মঙ্গলবার (১জুন) একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তাকে শহরের ভূমিদস্যু, জালিয়াতি, হুন্ডি ব্যবসার সাথে জড়িত বলে তার সম্মানহানি করা হয়।

স্থানীয়রা জানান, শুভাশীষ মুখার্জী পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, কেন্দ্রীয় পূজা কমিটির সদস্য, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সেন্টারপাড়া কালি মন্দিরের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। উক্ত জমি নিয়ে অনেক দিন ধরে বিশ্বজিৎ চ্যাটার্জী গং দের সাথে বিরোধ চলমান রয়েছে তার। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানি করা সহ তার পিতারও সম্মান হানি করেছে অভিযুক্তরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: