শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মুন্সিগঞ্জে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে লিটন মাদবর (৪৮) নামের এক ফল ব্যবসায়ী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ওমপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিটন স্থানীয় বালাশুর এলাকার মৃত মালেক মাদবরের ছেলে। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি লক্ষাধিক টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলো সে।

পরিবারের বরাতে পুলিশ সূত্রে জানা যায়, বালাশুর বাজারের ফল ব্যবসায়ী লিটন ভোরে ফল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকায় রওনা হয়েছিলো। সকালে ওমপাড়া এলাকায় রাস্তার পাশে স্থানীয়রা তার মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাত কুকড়ানো ও অন্যান্য লক্ষণ দেখে প্রাথমিক ভালো ধারণা করা হচ্ছে স্টক করে সে মারা যেতে পারে। তবে তার সাথে কোন টাকা-পয়সা পাওয়া যায়নি। গাড়ি চালক অথবা অন্য কেউ হয়তো টাকা নিয়ে যেতে পারে। বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: