South east bank ad

পুঁজিবাজার ছয় কার্যদিবস ধরে নিম্নমুখী

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

পুঁজিবাজার ছয় কার্যদিবস ধরে নিম্নমুখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ছয় কার্যদিবস ধরে নিম্নমুখী। এ সময়ের ব্যবধানে ডিএসইএক্স সূচক ২২০ দশমিক ৭ পয়েন্ট কমেছে। তবে গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন সামান্য বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ৩ আগস্ট ডিএসইএক্স ছিল ৫ হাজার ৫৩৬ পয়েন্ট। এর পর থেকে সূচকটি কমতে থাকে। সর্বশেষ গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৪৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৫ দশমিক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৬৭ পয়েন্ট। এদিন শরিয়াহ সূচক ডিএসইএস ৯ দশমিক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৬২ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বেক্সিমকো ফার্মা, পূবালী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার।

ডিএসইতে গতকাল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ৬১০ কোটি ৮৬ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২২টির আর অপরিবর্তিত ছিল ৬০টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৬ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১২ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত। প্রকৌশল খাত ১০ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ স্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে ছিল লেনদেনের ১০ শতাংশ।

গতকাল ডিএসইতে তিনটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে সিরামিক খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ৪ ও বস্ত্র খাতে ১ দশমিক ১ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে পাট খাতে সবচেয়ে বেশি ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া জীবন বীমা খাতে ১ দশমিক ১ ও সাধারণ বীমা খাতে ১ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫৩ দশমিক ২ পয়েন্ট কমে ৯ হাজার ১৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৮৪ দশমিক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ২৮টির বাজারদর। গতকাল সিএসইতে ২২ কোটি ৯৯ লাখ টাকার টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১২ কোটি ৬০ লাখ টাকা।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: