শিরোনাম

South east bank ad

বার্জার পেইন্টসের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

 প্রকাশ: ৩১ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

বার্জার পেইন্টসের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এর পুরোটা নগদ লভ্যাংশ।

সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর চূড়ান্ত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা।

এর আগে গত ২৭ জুন কোম্পানিটি একই বছরের জন্য ৩০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।  আগামী ২৪ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: