বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ত্রিশাল উপজেলা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ বালক শাখায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিশাল উপজেলা ফুটবল টীম।
শনিবার বিকাল ৩টায় রফিজ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ত্রিশাল উপজেলা ও ভালুকা উপজেলা মুখোমুখি হয়। খেলায় বিরতির আগেই ত্রিশাল উপজেলার পক্ষে একমাত্র গোলটি করেন ১০নং জার্সি পরিহিত খেলোয়ার ফাহাদ। ফাইনাল ম্যাচে ভালুকা কোন গোল করতে না পারায় ১-০ গোলের ব্যবধানে ভালুকা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ত্রিশাল উপজেলা।
দীর্ঘদিন পর উপজেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলায় বিজয় উল্লাস ছড়িয়ে পরে তাৎক্ষনিক ত্রিশালে। সামাজাকি যোগাযোগ মাধ্যমে ভাসতে থাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা।
ত্রিশাল উপজেলা টীমের এ বিজয়ে কোচ, টিম ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আক্তারুজ্জামান। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন এই বিজয় ত্রিশালবাসীর।
অভিনন্দন জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলনা রুহুল আমিন মাদানী। অভিনন্দন বার্তাায় তিনি সকল খেলোয়ার, কোচ, টিম ম্যানেজমেন্টসহ ত্রিশাল উপজেলা ক্রীড়া সংস্থাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানান।
এছাড়াও অভিনন্দন জানিয়েছেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদসহ ত্রিশাল প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।