শিরোনাম

South east bank ad

ব্রাজিল যাচ্ছেন ১১ ফুটবলার

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

ব্রাজিল যাচ্ছেন ১১ ফুটবলার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য ১১ ফুটবলার যাচ্ছেন ব্রাজিল। গত বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবলের সেরা ৪০ প্রতিভাবান ফুটবলারকে বাছাই করা হয়। এর পর তাদের ২ মাস বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবার তৃতীয় ধাপে খেলোয়াড়দের পাঠানো হচ্ছে ব্রাজিলে। তবে তৃতীয় ধাপে এসে খেলোয়াড়সংখ্যা কমে ১১ জনে নেমে এসেছে। ৪ জন অপেক্ষমাণ ফুটবলার রয়েছেন প্রাথমিক তালিকায়।

এই ফুটবলাদের নাম ঘোষণা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। মূল তালিকায় থাকা ১১ ফুটবলার হলেন- মেহেদি হাসান শ্রাবণ, রনি মিয়া, ইয়াসিন আরাফাত অভি, নয়ন হোসেন, আবির হাসান, অনিক দেববর্মা শুভন, পাভেল বাবু, শঙ্কর বাকতি, লিয়ন প্রধান, সাব্বির হোসেন লুকাকু, ইমন হোসেন। এ ছাড়া অপেক্ষমাণ আছেন আরও ৪ জন। তারা হলেন- জিসান শেখ, মোস্তাকিম আলী, রিপন হোসেন, নিবাস কুজুর। এর আগে ২০১৯ সালে ৪ ফুটবলার ব্রাজিলে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: