বিশ্বকাপের আগে পাওয়ার হিটিং কোচ পাচ্ছে টাইগাররা!

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আগেরবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরমেন্স ভাল হয়নি। চরম ব্যর্থতার ঘানি টেনেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে বিসিবি নড়েচড়ে বসেছে আগেই।
একাধিক কোচ পদে রদবদল ঘটানো হয়েছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করার প্রস্তুতি নেয়া হচ্ছে এখন থেকেই। বিসিবি পেস বোলিং ও ফিল্ডিং কোচ পদে নতুন নিয়োগ দিয়েছে।
আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাওয়ার হিটিং কোচ নিয়োগের চেষ্টাও করা হবে।
আর অস্ট্রেলিয়ার অ্যাডিলেড কিংবা পার্থে মূল আসরের অন্তত ১৫ দিন আগে একটি খন্ডকালীন অনুশীলন ক্যাম্প আয়োজনের কথাও ভাবা হচ্ছে।
এ ব্যাপারে জালাল গতকাল (৬ মার্চ) রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারটি আমাদের মাথায় আছে।
বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি কার্যকরি একটা ক্যাম্প হবে।’
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কী শুধু জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন? নাকি তাকে অন্য কোথাও কাজে লাগানো হবে? এইচপি কিংবা ‘এ’ দলের কোনো কোচিং প্রোগ্রামেও তাকে সম্পৃক্ত করা হবে?
এ প্রশ্নের উত্তরে ক্রিকেট অপস চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘চুক্তির সময় তাকে অন্যত্র কাজ করার কথা বলা হয়নি।’
জালাল যোগ করেন, ‘সে কত ব্যস্ত, এটা দেখতে হবে। আর চুক্তির সময় আমরা ওকে এমন কিছু বলিনি যে অন্য জায়গায় কাজ করবে কি না। তবে আলাপ-আলোচনা করা যেতে পারে।’