রাগবি প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় এফএসআইবিএল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায় রাগবি প্রতিযোগিতা-২০২১।
এ উপলক্ষে সম্প্রতি শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান শাহাজাদা বসুনিয়া, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৫ মাসব্যাপী ২১টি জেলায় স্কুল, কলেজ ও ক্লাব নিয়ে এ প্রতিযোগিতা চলবে।