স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নড়াইলে ভলিবল টুর্নামেন্ট

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে নড়াইল এক্সপ্রেস ভলিবল টুর্নামেন্ট-২০২১। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার (১২ মার্চ) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উপদেষ্টা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আর, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমুখ।
জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ এগিয়ে চলেছে। তরুণদের উচিত খেলাধুলার প্রতি মনেযোগী হওয়া। খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকা যায়। পাশাপাশি মাদকসহ নানা ধরনের অপরাধ প্রবণতা কমতে পারে। শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়া প্রয়োজন।
ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু টেবিল টেনিসসহ নানা ধরণের খেলাধুলার মধ্য দিয়ে মাশরাফি বিন মর্তুজার মতো আরও নতুন নতুন খেলোয়ার তৈরি হবে আশাবাদ ব্যক্ত করেন প্রবীর কুমার। নড়াইলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য এ টুর্নামেন্টে জেলার তিন উপজেলাসহ মোট চারটি দল অংশগ্রহণ করছে। আজ (১৩ মার্চ) রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা ও রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।