শিরোনাম

South east bank ad

বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের দুই নম্বরে বাংলাদেশ

বিশ্বকাপ সুপার লিগে উড়ন্ত সূচনা করা বাংলাদেশ এক সিরিজ দিয়েই পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের উপরে এখন শুধু অস্ট্রেলিয়া। তিন ম্যাচ বেশি খেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

২০২১ সালের সবে শুরু। কিন্তু এখনই ২০২৩ সালে নজর দিয়ে রাখতে হচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে। সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট নিশ্চিত করার মিশন যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই মিশনে বাংলাদেশের শুরুটা দাপুটেই হলো। বিশ্বকাপ সুপার লিগে উড়ন্ত সূচনা করা বাংলাদেশ এক সিরিজ দিয়েই পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। বাংলাদেশের উপরে এখন শুধু অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ সুপার লিগে মোট ১৩টি দেশ দীর্ঘমেয়াদে ওয়ানডে ম্যাচ খেলবে। ২০২৩ বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারতও এদের মধ্যে একটি দেশ। তবে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে আছে তাদের। সুপার লিগের পয়েন্টের ভিত্তিতে শীর্ষ সাতটি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেবে। বাকি দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে মূল মঞ্চে সুযোগ করে নিতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশন। ক্যারিবীয়রা অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে আসায় এই সিরিজ থেকে ৩০ পয়েন্ট আদায় করা ছিল বাংলাদেশের প্রথম লক্ষ্য। তিন ম্যাচ জিতে সেই লক্ষ্য পূরণ হয়েছে তামিম ইকবালের দল। প্রতি ম্যাচে ১০, সেই হিসেবে তিন ম্যাচ জিতে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই দলের একটি এখন বাংলাদেশ।

তিন ম্যাচ বেশি খেলেও পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বকাপ সুপার লিগে ৬ ম্যাচে খেলে ৩টিতে জয় পাওয়া ইংল্যান্ড ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ২০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে পাকিস্তান। সমান পয়েন্ট হলেও রান রেটের হিসাবে এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে আছে আফগানিস্তান।

পরাশক্তি ভারত আছে ৮ নম্বরে। তিন ম্যাচে একটিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে আছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। দুটি দলই একটি করে জয় নিয়ে যথাক্রমে ছয় ও সাত নম্বরে আছে। বিশ্বকাপ সুপার লিগে এখনও কোনো ম্যাচ খেলেনি নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: