ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের সভা ৪ জুন ২০২২,শনিবার দুপুর১২টায় পাম ভিউ (আর্মি গলফ ক্লাব) কুর্মিটোলা ঢাকায় সমিতির সভাপতি অধ্যাপক ড.মোঃ মাকসুদ হেলালীর সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির পৃষ্ঠপোষক, সাবেক উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, সমিতির পৃষ্ঠপোষকআলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি,ও সমিতির পৃষ্ঠপোষক জনাব আলী আজম মুকুল এমপি
উপদেষ্টা জনাব মেজবাহউদ্দিন সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব জনাব আবুল কালাম আজাদ ,সাবেক প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকৌশলী আব্দুস সবুর, কবি নাসির আহমেদ, সাবেকঅতিরিক্ত আইজিপি জনাব ফররুখ আহমেদ, সাবেক অতিরিক্ত আইজিপিজনাবমেজবাহউদ্দিন,
বিশিষ্ট ব্যবসায়ীজনাব হারুন উর রশিদ সহ
সমিতির পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ শহীদুল হক মুকুল সহযোগিতা করেন যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক।
সভায়প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুবরণকারী সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া
করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির ধর্মবিষয়ক সম্পাদক ড. মোঃ হারুনুর রশিদ ।
সভায় ভোলা সমিতির ঢাকার সংক্ষিপ্ত কার্যক্রমের প্রতিবেদন ২০১২-২২ উপস্থাপন করা হয় ।
উপস্থাপিত সমিতির সংক্ষিপ্ত কার্যক্রম ও আয় ও ব্যয়ের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় সমিতির পৃষ্ঠপোষক ও সাবেক উপমন্ত্রী জনাব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় সমিতির ফ্ল্যাট ক্রয়ের জন্য ১০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি প্রদান করেন । সমিতির ফ্ল্যাট ক্রয়ের যাবতীয় সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সমিতির পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরীশাওন এমপি মহোদয় সমিতির গৃহায়ন প্রকল্পে ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ
আ ফ ম রেজাউল হাসান"আলহাজ্ব মকবুল হোসেন সাবেক এমপি"র নামে ভোলা জেলার মাদ্রাসায় অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও কোরআনের হাফেজকে প্রতিবছর ১০,০০০.০০করে ১০জনকে এক লক্ষ টাকা বৃত্তি প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
সভায় সমিতির কার্যালয় পুনঃ সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। দোকান বরাদ্দের অর্থ (অগ্রিম)দ্বারা পুনঃ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সাধারণ সভা আহ্বান এর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সহ-সম্পাদক জনাব মোঃ গোলাম রহমান তুহিন।