শিরোনাম

South east bank ad

গৃহায়ণ কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি মনসুর, সম্পাদক দেলোয়ার

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিশেষ সংবাদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মনসুর আলম সভাপতি ও দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের ২০২২-২০২৩ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা।

গত শনিবার (০১ জানুয়ারি) জাতীয় গৃহায়ণ কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেও মনসুর-দেলোয়ার প্যানেল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। এ কারণে রোববার এ প্যানেলের সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট মামুনুর রশিদ

উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নকশাকার মহিউদ্দিন আহমদে ও বিভাগীয় হিসাবরক্ষক জাকির হোসেন।

নতুন কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন, কার্যকরী সভাপতি একেএম সামছুদ্দোহা পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মোস্তফা কামাল ও জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকিন নাছির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশরাফুল আলম এবং অর্থ সম্পাদক নাছির হোসেন।

BBS cable ad

বিশেষ সংবাদ এর আরও খবর: