পুলিশ সুপার, চুয়াডাঙ্গার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে শিল্পি খাতুন ফিরে পেল তার সুখের সংসার

চুয়াডাঙ্গা ’র আলমডাঙ্গা থানাধীন গোয়ালবারী গ্রামস্থ মোঃ আনসার আলী’র কন্যা মোছাঃ শিল্পি খাতুন এর সাথে একই থানাধীন কান্তপুর গ্রামস্থ মোঃ আনিসুর রহমান এর পুত্র মোঃ রাকিবুল ইসলাম@রাকিব এর গত ১৮বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দাম্পত্য জীবনে তাদের মোঃ শিহাব(১৪) নামে একটি পুত্র সন্তান রয়েছে। বিগত তিনমাস পূর্বে পারিবারিক সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় রাগের বশবর্তী হয়ে রাকিবুল@রাকিব তার স্ত্রী শিল্পি খাতুন কে ডিভোর্স প্রদান করেন।
অসহায় শিল্পি খাতুন উপায়ন্তু না পেয়ে তার স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। মানবিক পুলিশ সুপার মহোদয় উক্ত অভিযোগটি জেলা গোয়েন্দা শাখায় তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।
জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা প্রত্যক্ষ মধ্যস্থতায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই/ মুহিদ হাসান উভয় পক্ষকে বোঝানোর আপ্রাণ চেস্টা করেন। তাদের পূর্বের সুখময় সংসার ফিরিয়ে দিতে এসআই মুহিদ হাসান সর্বোচ্চ আন্তরিকতা সাথে চেস্টা চালিয়ে যান। একপর্যায়ে শিল্পি ও রাকিব তাদের ভুল বুঝতে পারে। অদ্য ২৪.০৭.২০২২ খ্রিঃ তারিখে তারা সকল বিবাদ ভুলে উভয়ে নতুন করে সংসার শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়। পুলিশ সুপার মহোদয় তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং খুশি হয়ে উপহার সামগ্রী প্রদান করেন। উভয় পরিবারের অভিভাবকগন পুলিশ সুপার মহোদয়ের এই মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।