South east bank ad

‌বংশা‌লে রিকশাওয়া‌লা‌কে নির্যাতন: নিপীড়নকারী আটক কর‌লো পু‌লিশ

 প্রকাশ: ০৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

‌বংশা‌লে রিকশাওয়া‌লা‌কে নির্যাতন: নিপীড়নকারী আটক কর‌লো পু‌লিশ

[বাংলাদেশ পুলিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং'কে পাঠা‌নো মেসেজের ভিত্তিতে ‌ব্যবস্থা।]

একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক ১.৩০ টায় রাজধানীর বংশালে একজন মুসল্লী এক রিকশাওয়ালাকে সজোড়ে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকির বিপিএম’কে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে। সেই পরিপ্রেক্ষিতে, ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

[ মো. সো‌হেল রানা, এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স), বাংলা‌দেশ পু‌লিশ]

BBS cable ad

পুলিশ এর আরও খবর: