আরএমপি কমিশনার এর হাতে করোনা প্রতিরোধক সামগ্রী তুলে দিয়েছে গুল-গোফুর পেট্রোলিয়াম

বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ শনাক্ত হওয়ার পরপরই ঔষধের দোকানগুলোতে হ্যান্ড-স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস কেনার হিড়িক চলছে। সংক্রমণ বাড়তে থাকার পর কোভিড-১৯ এর চিকিৎসায় দরকারি সামগ্রী যেমন অক্সি-মিটার, পোর্টেবল অক্সিজেন ক্যান, পোর্টেবল ভেন্টিলেটর, ফেস-শিল্ড এমনকি অক্সিজেন সিলিন্ডারের বিক্রিও ব্যাপকভাবে বেড়ে গেছে। পুলিশের জন্য করোনা প্রতিরোধক সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন ব্যবসায়ীরা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর কাছে ২০ হাজার মাস্ক ও অন্যান্য করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান করেন গুল-গোফুর পেট্রোলিয়াম রাজশাহী এর পক্ষে মোঃ মনির আহম্মেদ এবং গুল-গোফুর পেট্রোলিয়াম এর কর্মকর্তা জনাব আব্দুর রহিম।