রাজশাহী নগর পুলিশের অভিযানে গ্রেফতার ৬০ ও মাদকদ্রব্য উদ্ধার
০২/১১/২০২০ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৬০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০৮ জন, মতিহার থানা-০৭ জন, কাটাখালী থানা-০৭ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০২, পবা থানা-০৫ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৩ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ হাসান আলী (৩২), (২) মোঃ মঞ্জিল আলী (৪০)দ্বয়কে ৫৬ পিস ইয়াবা সহ আটক করে, (৩) মোঃ মিনারুল ইসলাম (২০)কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৪) মোঃ রতন (৪৫)কে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে, (৫) মোঃ কামরুজ্জামান @ কামরুল (২০)কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ সোহেল রানা (৩৭)কে ০৩ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোসাঃ বিলকিস @রানী (৪২)কে ০৭ গ্রাম হেরোইন সহ আটক করে, (৩) মোঃ মারুফ (২৩)কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) সুমন @বল্টু সুমন (২৫)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে, (২) মোসাঃ জমেলা বেগম (৪০), (৩) মোঃ হাবিবুর রহমান সুমন (৩১)দ্বায়কে ০৮ পিস এম্পুল ইনজেকশন সহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মাইনুল ইসলাম রাজা (৩৬), (২) মোঃ রুবেল (৩০)দ্বয়কে ১১.৫০ গ্রাম হেরোইন ও ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৩) রাজু আহম্মেদ ওরফে পালান (৩৯), (৪) মোসাঃ মালেকা বেগম (২৭)দ্বয়কে ১৮.৫০ গ্রাম হেরোইন ও ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (৫) মোসাঃ গোলেজান বিবি (৪৮)কে ২১ গ্রাম হেরোইন সহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ হাবিবুল্লাহ @ হাবিব (২১)কে ০৫.৫০ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ পারভেজ (২৪)কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করে। শাহমখদুম থানা পুলিশ (১) মোঃ সাজিরুল ইসলাম সাজু (২৪), (২) মোঃ রিয়াজ (৩৫) ও (৩) মোঃ বেলাল হোসেন (৩৫)দেরকে ১.৫ গ্রাম হেরোইন সহ আটক করে। এয়ারপোর্ট থানা পুলিশ (১) মোঃ আজিজুল হাকিম (৩৮)কে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ রাশেল (২৬) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে ও ডিবি পুলিশ (১) মোসাঃ সাদিনা বেগম (৩৩) কে ০৫ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।