শিরোনাম

South east bank ad

সিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন সালেহ মোহাম্মদ তানভীর

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

আজ ০৭/০৯/২০২০ খ্রীষ্টাব্দ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩০ তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)  এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ,  উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। 118523458_2751559075060009_5814374428431130806_o 118789885_2751558855060031_9006038479670249123_o 118815480_2751559341726649_7978149202500010584_o
BBS cable ad

থানার কথা এর আরও খবর: