রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্না হত্যার অভিযোগে ১৭ জন গ্রেফতার
রাজধানীর ওয়ারী থানার বনগ্রাম এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর মুন্না (১৮) হত্যার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক এবং বাকি ১৩ জন অপ্রাপ্ত বয়স্ক।
গ্রেফতারকৃতরা হলেন- বাপ্পী (২৩), মো. ফেরদৌস (১৮), জিসান (১৯) ও লাবিব (১৮)। গ্রেফতারকৃত বাকি ১৩ জন অপ্রাপ্ত বয়স্ক।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ওয়ারী থানার একাধিক টিম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার এর কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ।
পূর্ব শক্রতার জেরে মুন্নাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে ডিসি ওয়ারী বলেন, ৩০ আগস্ট বিকাল ৫টার দিকে ওয়ারী থানার চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে মুন্না (১৮) ও শাহিনকে (১৭) কয়েকজন মিলে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত শাহিন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন।
এ ঘটনায় মুন্নার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ৩১ আগস্ট ওয়ারী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।
ডিসি ওয়ারী আরও বলেন, গ্রেফতারকৃতরা অধিকাংশই কর্মজীবী কিশোর। তিনি জানান, প্রায় এক বছর আগে গ্রেফাতারকৃত বাপ্পী ও ভিকটিম মুন্নার সাথে শরীরে ধাক্কা নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঝগড়া শক্রতায় রূপ নিয়ে প্রতিশোধ নিতেই গ্রেফতারকৃরা মুন্না ও শাহিনকে মারধর করে।